কাজল মিত্র, আসনসোল,(খবর7দিন প্লাস):- রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলসের বন্ধ কারখানার ৯৪৭ একর বিস্তীর্ণ জমি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে । কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের তৎপরতায় এই জমিতে শিল্প বা অন্যান্য উন্নয়ন মূলক প্রকল্প গড়ে ওঠার সম্ভাবনা জেগেছে, যা স্থানীয়দের মনে আশার আলো জ্বেলেছে।ঘনঘন উচ্চপদস্থ আধিকারিকদের আগমনে মুখর এই এলাকা।গত কয়েক মাসে তিনবার পরিদর্শনে এলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এর বিভিন্ন প্রতিনিধি দল।মঙ্গলবার আবারো পরিদর্শনে এলেন এস এস বি ৬৩ ব্যাটালিয়ন।এদিন হিন্দুস্তান কেবেলস পরিদর্শনে এলেন এস এস বি ৬৩ ব্যাটালিয়ন বারাসাত এর রাজেশ কুমার কুজ ।
এদিন তিনি হিন্দুস্তান কেবলস ফুটবল মাঠ ,নদী ঘাট, ছাতিমতলা,নদী ঘাট,শ্রমিক মঞ্চ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আর.এন. ওঝার সঙ্গে প্রায় এক ঘণ্টার মত বৈঠক সারেন ।জমির পরিমাণ, কোয়ার্টার্স, ভবন, খোলা মাঠ এবং অন্যান্য সম্পদের বিস্তৃত তথ্য নিয়ে আলোচনা হয়। অবৈধ দখলের বিষয়টিও তাদের নজরে আসে।সাংবাদিকদের প্রশ্নে ৬৩ ব্যাটালিয়ন বারাসাত এর রাজেশ কুমার কুজ কিছু বলতে চাননি ।হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানান তিনি চান এখানে শিল্প আসুক ,শিল্প এলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে উঠবে ।তার সাথে সাথে এলাকার উন্নয়ন হবে তবে
বন্ধ কারখানার কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া এবং পুরনো কোয়ার্টার্স প্রাক্তন কর্মীদের পরিবার বা আগ্রহীদের লিজে দেওয়ার ব্যবস্থার দাবি জানান তিনি।
এবিষয়ে হিন্দুস্থান কেবেলস এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আর.এন. ওঝা জানান এখানে এই নিয়ে সিআইএসএফ, সি আর পি এস এফ ,এস এস বি এই তিন কেন্দ্রীয় বাহিনীর দল ঘুরে গেলেন ।মনে করা হচ্ছে আরও অন্যান্য বাহিনী ঘুরে দেখার সম্ভাবনা রয়েছে।এদিন সশস্ত্র সীমাবল ৬৩ ব্যাটালিয়ন বারাসাত এর দল আসেন।তারা কেবেলস এর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন। এবং এলাকার বিষয় নিয়ে আলোচনা করেন। তবে পার্ট পার্ট করে বিভিন্ন বাহিনীর আসার সম্ভাবনা রয়েছে ।তবে এবিষয়ে নাম দিতে অনিচ্ছুক অনেকেই তাদের মত প্রকাশ করে জানিয়েছেন এই এলাকায় সাড়ে নয়শ একর জমি রয়েছে যার অর্ধেকের বেশি দখল হয়ে গেছে ।যার মধ্যে শাসক দলের বহু নেতা বড় বড় আবাসন দখল করে রয়েছে ,।তাছারা আবাসন গুলি বিক্রি করা হয়েছে সেই সব মানুষ গুলি কোথায় যাবেন তাদের কি সরানো যাবে না আবারো খালি হাতেই ফিরে যেতে হবে এই এসব কেন্দ্রীয় বাহিনীর দলকে যারা এই এলাকা নিতে ইচ্ছুক ।