কংসাবতী জলধারা থেকে প্রায় ৬ হাজার কিউসিক ছাড়া হল জল।

 


মুকুটমণিপুর,মোহাম্মদ শাহজাহান আনসারি(খবর7দিন প্লাস):- চলতি মরসুমের প্রথমেই মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হল। সোমবার রাত বারোটা নাগাদ কংসাবতী নদীবক্ষে চারটি গেট থেকে ছয় হাজার কিউসেক হারে জল ছাড়া হয়। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও আসন্ন নিম্নচাপের ভ্রুকুটির কারণে জলাধারের জল বাড়ার সম্ভাবনা রয়েছে। 

তারফলে আগেভাগেই এই জল ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গেছে। এদিন রাত পর্যন্ত জলাধারের জলস্তর ছিল ৪২৫.৭৫ফুট উচ্চতায়। আগামী তিন দিন জল ছাড়া থাকবে বলে জানা গিয়েছে।

নবীনতর পূর্বতন