নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,(খবর7দিন প্লাস):- গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার আপনাদের আবারো জানিয়ে রাখি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় হিরো রেজিনগর থানার পুলিশের জালে ধরা পড়ল এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাবালক সুপারস্টার ও তার সহযোগী। অভিযোগ, মুর্শিদাবাদের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। অভিযোগ দায়েরের পর, মঙ্গলবার গভীর রাতে নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বয়স মাত্র ১৭ বছর। তার বিরুদ্ধে পকসো আইন ও চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা রুজু হয়েছে। বুধবার তাদের বহরমপুর জুভেনাইল আদালতে তোলা হয়।এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ভক্তদের একাংশ হতাশ, অন্যদিকে অনেকে দাবি করেছেন, আইন অনুযায়ী কঠোর শাস্তি হওয়া উচিত।ঘটনার তদন্তে নেমেছে রেজিনগর থানার পুলিশ।