সুজন চক্রবর্তী,ভারতপ্রতিনিধি,(খবর7দিন প্লাস):- ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বর্ডার এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ শীর্ষ মাওবাদী নেতা নিহত। বুধবার (১৮ জুন) সকালে এই তথ্য প্রকাশ্যে এনেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। আল্লুরি সীতারামা রাজু জেলায় মাত্র ২৫ মিনিটের অভিযানে এই সাফল্য পায় যৌথবাহিনী। এই ঘটনায় মৃত্যু হয়েছে, মাওবাদীদের এওবিএসজেসি এর স্পেশাল জোনাল কমিটির সেক্রেটারি গজারলা রবি ওরফে উদয়, ইস্টার্ন বিভাগের সেক্রেটারি বরি ভেংকা চৈতন্য ওরফে অরুণা এবং মাওবাদী নেত্রী অঞ্জু। পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সূত্রে খবর পেয়ে মারেদুমিল্লি জঙ্গলে এলাকায় অভিযানে নামে যৌথ নিরাপত্তা বাহিনী। খবর ছিল, ওই এলাকায় লুকিয়ে রয়েছে ১৬ জন মাওবাদীর একটি দল। সেই মতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনী ও। দীর্ঘক্ষণ ২ পক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় ৩ মাও নেতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।