সুজন চক্রবর্তী,ভারত প্রতিনিধি(খবর7দিন প্লাস):- নাবালিকাকে ধর্ষনের পর খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্তকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায়। তীব্র চাঞ্চল্য এলাকায়। ২টি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জামকুড়ি পঞ্চায়েতে। সন্ধ্যার দিকে নাবালিকা বাড়ির বাইরে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক লালুপ্রসাদ লোহার নাবালিকাকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। তারপর পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। পাশবিক অত্যাচার চালানোর পর ৮ বছরের নাবালিকাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে বলে অভিযোগ। পরে দেহ লোপাটের জন্য গর্ত খুঁড় ছিল বলে দাবি গ্রামবাসীর। স্থানীয়দের দাবি, তারা বিষয়টি দেখে ফেলতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। তাকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসী। জিজ্ঞাসাবাদ করতেই আসল বিষয় উঠে আসে। পাশের জঙ্গলেই নাবালিকার দেহ দেখতে পারেন স্থানীয়রা। তারপর ক্ষিপ্ত জনতা লালুপ্রসাদকে গণধোলাই দেন। তাতেই মৃত্যু হয় অভিযুক্তের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাত্রসায়র থানার বিশাল পুলিশ। নাবালিকা ও যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, ২ জনের দেহ উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। ২টি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

