সুজন চক্রবর্তী,ভারতপ্রতিনিধি,(খবর7দিন প্লাস):- শুক্রবার (২০ জুন) সাতসকালে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও ছোটগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৯ জনের। জানা যায়, একটি বিয়ে বাড়ি থেকে চালকসহ ওই ছোট গাড়িতে থাকা ৯ জন ঝাড়খন্ডের নিমডি যাচ্ছিলেন। পুরুলিয়া- জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে নাশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। সংঘর্ষের জেরে গাড়ির ভিতরে কার্যত দলা পাকিয়ে যান একাধিক জন। এই ঘটনার খবর পাওয়ার পর বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও। আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছেন, মৃতদের সকলের বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা- খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ওবান্দু গ্রামে। ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্থ ছোট গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, " মৃতদেহগুলি দ্রুত উদ্ধার করা হয়েছে। মোট ৯ জনের মৃত্যু হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।