অবৈধ কুও কয়লা খাদানে কয়লা কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই, দীর্ঘ ১৪ঘন্টা পর উদ্ধার দেহ

 

কাজল মিত্র,আসানসোল,(খবর7দিন প্লাস):- জামুরিয়া থানা এলাকায় রমরমিয়ে চলছিল অবৈধ কয়লা খাদান। জীবন জীবিকার নির্বাহের তাগিদে সেই অবৈধ কয়লা খাদানে কাজ করতে এসে  দুই শ্রমিক খাদানের গভীরে  পড়ে যাই। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত নর্থ শেয়ারসোল এলাকায়। খাদানের গভীরে পড়ে যাওয়া দুই শ্রমিকের নাম সঞ্জীত বাউরী ও রবি কর্মকার।দুজনেই স্থানীয় বারুল গ্রামের বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে জামুরিয়া থানার পুলিশ ও দমকল বাহিনী এবং সিআইএসএফের আধিকারিকরা। দীর্ঘ প্রায় ১৪ঘণ্টার উদ্ধার হয় দুইটি দেহ।ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষ এক জোট হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। স্থানীয়দের বক্তব্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সিন্ডিকেট রাজ।  সেরকমই জামুরিয়াতেও সিন্ডিকেটের অধীনে অবৈধ কয়লা খাদান চলছে সেই খাদানেই জীবন জীবিকা নির্বাহের জন্য এলাকার মানুষ সামান্য মজুরিতে কাজ করে। আজ সেরকমই এক অবৈধ কয়লা খাদানে স্থানীয় বারুল গ্রামে দুই শ্রমিক খাদান ঝালাই করতে গিয়ে খাদানের গভীরে পরে গিয়ে মৃত্যু হয় দুইজনের। 

জানা গেছে দুজনের মধ্যে একজনের কোমরে দড়ি থাকায় তাকে স্থানেরই উদ্ধার করে আর একজনার দেহ প্রায় ১৪ ঘণ্টার পর উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা। ঘটনাস্থলে পৌঁছেছে সব দলের রাজনৈতিক নেতারা তবে মৃত্যু ব্যক্তিদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় পুলিশ।



নবীনতর পূর্বতন