নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কেমিক্যাল বোঝায় ট্যাংকার

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টালো ক্যামিক্যাল বোঝাই ট্যাংকার।ঘটনায় অল্পবিস্তর আহত হয় চালক ও খালাসি।ঘটনাটি ঘটেছে আজ বিকাল নাগাদ পানাগড়ের ধরলা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর কোলকতা গামী রাস্তায়।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।খবর পেয়ে ঘটনা স্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে।পাশাপশি দুটি ক্রেন ও একটি হাইড্রা ক্রেনের সাহায্যে ট্যাংকার টি উদ্ধারের চেষ্টা চালায়।স্থানীয় সূত্রে খবর ট্যাংকার টি এদিন দ্রুত গতিতে কলকাতার দিকে যাওয়ার সময় হঠাৎই রাস্তার ডিভাইডারে উঠে যায়।তার পরেই রাস্তার উপর উল্টে যায়।

নবীনতর পূর্বতন