নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-২১শে জুলাইয়ের সমর্থনে কাঁকসার সিলামপুরে তৃণমূলের মিছিল অনুষ্ঠিত হলো।এদিন বিকালে সিলামপুরে জামতলা মোড় থেকে দামোদর নদের পার হয়ে ঘুরে ফের জামতলা মোড়ে এসে মিছিল শেষ হয়। এদিন মিছিল শেষে জামতলা মোরে পথসভা অনুষ্ঠিত হয়। এদিন এই পথ সভায় সকলকে একুশে জুলাই এর দিন কলকাতার সভায় যোগ দেওয়ার আহ্বান জানান, পাশাপাশি এদিন একুশে জুলাইয়ের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন মন্ত্রী প্রদীপ মজুমদার।এদিন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, ব্লকের সভাপতি নবকুমার সামন্ত, জেলা কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, তৃণমূল নেতা তথা আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর,প্রধান কণিকা বাগদি সহ অন্যান্যরা।