সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধি(খবর7দিন প্লাস):- রাজস্থানে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বুধবার (৯ জুলাই ) বিকাল বেলায় রাজ্যের চুরু জেলায় ভেঙে পড়ল বোমারু যুদ্ধবিমান জাগুয়ার। দুর্ঘটনার জেরে পাইলট সহ মোট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে গত ৩ মাসে ২টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে। জানা যায়, এই দুর্ঘটনা ঘটে চুরু জেলার রত্মাগড় শহর এলাকায়। গ্রামবাসীদের তরফে জানা যায়, হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কি ঘটেছে প্রথমে বোঝা না গেলেও কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ। দাউ দাউ করে জ্বলছে আগুন। বিষয়টি নজরে আসতেই প্রাথমিক উদ্ধার কাজে নামেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকলবাহিনী। স্থানীয় পুলিশ আধিকারিক জানায়, দুর্ঘটনার পর বিমানটি থেকে ২ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।