রাজ্যে স্বাস্থ্যের উন্নয়ন যাত্রায় আমরাও আছি

 মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-রাজ্যে স্বাস্থ্যের উন্নয়ন যাত্রায় আমরাও আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের বিষয়টি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য, বললেন রাজ্যের মন্ত্রী ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়াশনের সভাপতি ডাঃ শশী পাঁজা। বুধবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবনে ওই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির প্রথম পি.এইচ.এ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন। 

    উল্লেখ্য, ২০২৪ এ আর.জি কর আন্দোলনের আবহে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী সহ অন্যান্যদের নিয়ে তৃণমূল সমর্থিত সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়াশনের আত্মপ্রকাশ ঘটে। সভাপতির দায়িত্ব পান মন্ত্রী শশী পাঁজা। এদিন ওই সংগঠনেরই বাঁকুড়া জেলা কমিটির প্রথম পি.এইচ.এ সভা অনুষ্ঠিত হলো।


    এদিনের সভায় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়াশনের সভাপতি ডাঃ শশী পাঁজা, কার্যকরী কমিটির অন্যতম সদস্য ডাঃ পূজা মৈত্র, সাংসদ অরুপ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়াশনের সঙ্গে কোন চিকিৎসক নেই, দাবি সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাসের। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে সংগঠন তৈরীর চেষ্টা চলছে। যা করা হচ্ছে তা অত্যন্ত অনৈতিক ও বেআইনী। সরকারী কোষাগারের অর্থ খরচ করে যেভাবে ওই সংগঠন তৈরীর চেষ্টা হচ্ছে তা তাঁরা সংগঠনগতভাবে বিরোধীতা করছেন বলেও তিনি জানান।

নবীনতর পূর্বতন