উল্টো রথের দিন আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপুজোর শুভ সূচনা

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- ১২বছরে পদার্পন করলো কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপুজো।প্রতি বছরের মত এবছরও উল্টো রথের দিনে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর শুভসূচনা করা হয়।এদিন এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলসি বিধায়ক নেপাল ঘুরুই, কাঁকসা থানার আইসি প্রসূন খাঁ, কাঁকসা থানার মেজ বাবু অলকেশ ব্যানার্জি,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষ তথা পুজো কমিটির সদস্য বৈশাখী বন্দোপাধ্যায়,এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দোপাধ্যায় সহ এলাকার বাসিন্দারা।এদিন রীতি মেনে মহা ধুমধামে শুরু হয় পুজোর অনুষ্ঠান।প্রথমে এলাকার শিব পুকুর থেকে ঘটে করে আনা হয় জল।তার পরে নিষ্ঠার সাথে শুরু হয় পুজো।এদিন মহিলারাই খুঁটি ধরে মণ্ডপের স্থানে খুঁটি গাঁথেন।পুজো কমিটির সদস্য তথা বৈশাখী বন্দোপাধ্যায় জানিয়েছেন,প্রতি বছর তাদের এই পুজোয় নানান চমক থাকে।যেহেতু পুজো টি মহিলা পরিচালিত তাই এবছরও বাংলার বা বলিউডের কোনো না কোনো জনপ্রিয় অভিনেত্রীকে দিয়েই এই পুজোর সূচনা করা হবে।এলাকার মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন এই পুজোর জন্য।পুজোর পাশাপশি দুঃস্থ দের বস্ত্রদান থেকে শুরু করে নানান সামাজিক কাজ করা হয় পুজো মণ্ডপ থেকে।

নবীনতর পূর্বতন