বিহারে ভোটের আগে ব্যবসায়িক তথা বিজেপি নেতা খুন!

  


সুজন চক্রবর্তী,ভারত প্রতিনিধি(খবর7দিন প্লাস):-  বিহারে ভোটের আগেই খুন হয়ে গেলেন এক বিজেপির নেতা। জানা গেছে, বিজেপি নেতা গোপাল খেমকাকে তাঁর পাটনার বাড়ির সামনে শুক্রবার (৪ জুলাই ) রাতে গুলি করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আততায়ীকে এখনও ধরতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। গোপাল খেমকা পেশায় ছিলেন ব‍্যবসায়ী। পাশাপাশি বিজেপি নেতা হিসেবে ও এলাকায় পরিচিত ছিলেন। পাটনার গান্ধী ময়দান থানা এলাকায় পানাচে হোটেলের কাছে " টুইন টাওয়ার" সোসাইটিতে থাকতেন গোপাল। শুক্রবার (৪ জুলাই ) রাতে অন‍্যান‍্য দিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, যখন বাড়ির খুব কাছে তিনি, সেই সময়ে তাঁকে গুলি করা হয়। গুলি করেই আততায়ী পালিয়ে যায়। লুটিয়ে পড়েন গোপাল। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই গোপালের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ এই ঘটনার পর এলাকা ঘিরে রেখেছে। তদন্ত চলছে। আততায়ীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, কয়েকবছর আগে গোপালের পুত্র গুঞ্জন খেমকাকে ও খুন করা হয়েছিল। আর এবার ভোটের আগে খুন হতে হল গোপালকে। শনিবার (৫ জুলাই) সকালে গোপালের বাড়িতে যান স্থানীয় বিজেপি নেতা রাম কৃপাল যাদব। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এলাকার নির্দল সাংসদ পাপ্পু যাদব ওরফে রাজেশ রঞ্জন ও। আর বিরোধীরা নীতীশ কুমারের সরকারকে তুলোধনা করছেন।

নবীনতর পূর্বতন