নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):- বীরভূমের মল্লারপুর থানার পুলিশের নামে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ তুলে একটি সুইসাইড নোটে লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মৃতের নাম কিরন মণ্ডল ওরফে শঙ্খ।। বীরভূমের মল্লারপুর থানার মহুরাপুর গ্রামে তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে খবর । ইতিমধ্যেই সুসাইড নোট টি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, সেই সুইসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম উল্লেখ করা রয়েছে। সুইসাইড নোটে লেখা রয়েছে, "আমার মৃত্যুর জন্য দায়ী মল্লারথানার পুলিশ রাজ কুমার দাস। আমাকে ফাঁসানো হয়েছে। পুরোপুরি সাজিয়ে কেস দিয়েছে। উনি অনেকজনকে ফাসিয়ে অনেকজনের জীবন নষ্ট করেছে। মল্লারপুর থানার পুলিশ বিশেষ করে রাজকুমার দাস যেন শাস্তি পায়। আমার মরার পিছনে কারো হাত নাই। শুধু মল্লারপুর থানার রাজকুমার দাসের জন্য মরছি।"
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ডাকাতির ঘটনায় মল্লারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সে । প্রায় এক মাস জেল হাজতে ছিলেন শঙ্খ মণ্ডল। গত ১৫ জুলাই তিনি জামিনে মুক্তি পান। আজ সকালে তার মহুরাপুর গ্রামের মাটির বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মল্লারপুর থানার পুলিশ.