কাজল মিত্র/আসানসোল(ভারতের খবর) :-আবার ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দেখাগেল বড়সড়ো ধস । এর ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আসানসোল চিত্তরঞ্জন প্রধান সড়ক চৌরঙ্গি মোড়ে কয়েক মাস আগেই রাস্তার উপর একটি ধস দেখা গিয়েছিল।সেই ঘটনার পর আবারো কলকাতা থেকে ধানবাদগামী ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে এই ধসের ঘটনা ঘটে।ধসের জেরে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে ।যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোন বিপদ ঘটেনি।তবে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।জানা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই এই ধস নামে। জাতীয় সড়কের ধানবাদ গামী লেনে আনুমানিক ১৫ ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে,জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর পাওয়া গেছে।এই ধরনের ঘটনা রাতের অন্ধকারে হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা । ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তবে ঘটনার পর কলকাতা থেকে ধনবাদ গামী জাতীয় সড়ক অবরোধ হয়ে পরে যাতায়াত ব্যাবস্থা পুরোপুরি ব্যাহত হয়, মোতায়েন করা হয়েছে ট্র্যাফিক পুলিশ।চার ঘন্টা পরেও এই বিশাল গর্ত ভরাট করা হয়নি।স্থানীয় লোকেরা অভিযোগ করেছে যে এই অঞ্চলে মাটির নিচে কয়লা খনি থাকার কারনেই এই ঘটনা।প্রায়শই বৃষ্টি মৌসুমে জাতীয় সড়কের মধ্যে এই ঘটনা ঘটছে । তারা জানান এই অঞ্চলে এই ঘটনাটি নতুন নয় এই ঘটনা একটি ক্লাবে আগেও ঘটেছিল।তারা এই ভয়ে রয়েছে যে তাদের বাড়ি যেকোন সময়া মাটির নিচে চলে যেতে পারে ।