নিজস্ব সংবাদদাতা,কাঁকসা,(খবর7দিন প্লাস):- খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো পানাগড় শিল্প তালুকের বেসরকারি কারখানা কর্তৃপক্ষ।পানাগড় শিল্প তালুকে একটি বেসরকারি ইথানল প্রস্তুতকারী কারখানায় ভুট্টা বোঝাই করে আসা লরি খালি না হওয়ায় প্রায় দশ দিনেরও বেশি সময় ধরে আটকে থাকে লরির চালক ও খালাসীরা। দীর্ঘদিন ধরে পানাগড় শিল্প তালুকের মধ্যে আটকে পড়ার কারণে পানীয় জল ও খাবারের সংকট দেখা দিয়েছিল। বাধ্য হয়ে তারা প্রশাসনের এবং সংবাদ মাধ্যমের দরস্ত হয়। যদিও কাঁকসা থানার পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও চালক এবং খালাসীদের সমস্যার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরা হলে। কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে ২৪ ঘন্টা সময় চেয়েছিল। কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে তারা ভুট্টা বোঝাই লড়ি গুলি খালি করতে পারছিলেন না। তবে কথা দিয়ে কথা রাখে কারখানা কর্তৃপক্ষ। ২৪ ঘন্টার কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরই একের পর এক লরি কারখানার ভেতরে ঢোকানো হয় এবং সেগুলি খালি করার প্রক্রিয়া শুরু হয়। সংবাদ মাধ্যমের খবরের জেরে এবং কারখানা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় খুশি লরির চালক এবং খালাসীরা। তারা জানিয়েছেন নম্বর অনুযায়ী একের পর এক ভুট্টা বোঝাই লরি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে চালকদের দাবি যদি কারখানার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গোডাউন তৈরি করা হয়। এবং কারখানায় যতটা পরিমাণ কাঁচা মালের প্রয়োজন সেই হিসেব অনুযায়ী তারা যদি কাঁচা মালের অর্ডার দেয়। তাহলে দীর্ঘদিন ধরে গাড়ির চালকদের আটকে থাকতে হয় না ।
ওই বেসরকারি কারখানার এক আধিকারিক জানিয়েছেন, বেশ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তারা ভুট্টা বোঝাই লড়ি গুলি খালি করতে পারছিলেন না। তবে তারা যে সময় চেয়েছিলেন প্রায় সেই সময়েই তারা যান্ত্রিক সমস্যা মিটিয়ে তড়িঘড়ি নিয়ম মেনে নম্বর অনুযায়ী একের পর এক লরি খালি করার প্রক্রিয়া শুরু করেছেন। তবে চালকদের দাবি অনুযায়ী তারাও এই বিষয়ে আলোচনা করে কারখানার ভেতরে যাতে গোডাউন তৈরি করা যায় তাহলে গাড়ির চালকদের যেমন দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না তেমনই কারখানায় কাঁচামাল রাখার সমস্যাও মিটবে। তিনি জানিয়েছেন চালকদের সুবিধার কথা মাথায় রেখেই পানাগড় শিল্প তালুকের মধ্যে যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে সেখানে শৌচাগারের এবং পানীয় জলেরও তারা ব্যবস্থা করার পাশাপাশি ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন পর্ষদ (WBIDC)- এর সাথেও কথা হয়েছে। কারণ পার্কিং এলাকায় সব থেকে বেশি তাদের কারখানায় আসা কাঁচা মাল বোঝাই লরি দাঁড়িয়ে থাকে। ফলে সেই সমস্ত চালকদের কথা মাথায় রেখেই তারা এই উদ্যোগ নিয়েছেন। কারখানার আধিকারিকের দাবি গত কয়েকদিন আগে যে সমস্যা দেখা দিয়েছিল তা আগামী দিনে আর থাকবে না।