জুতোর দোকানের বিধ্বংসী আগুন।

 

নিজস্ব সংবাদদাতা,মালদা(খবর7দিন প্লাস):- হোলসেল জুতোর দোকানে বিধ্বংসী আগুনের জেরে পুড়ে ছাই জুতো, স্যান্ডেল এবং আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার অন্তর্গত মথুরাপুর সুকান্ত মার্কেটে। হোলসেল জুতোর দোকানের নাম মুন্না ফুট ওয়ার। জানা গেছে প্রায় তিনটা নাগাদ হোলসেল জুতোর দোকানে আগুন লাগে। আগুন ধীরে ধীরে বাড়তে থাকে। দোকানের কর্মচারী, মালিক এবং আশেপাশের ব্যবসায়ীর চোখে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় মালদা দোমকল দপ্তরে। পুলিশকর্মী জয়ন্ত বাবু স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় দু'ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে দমকল ঘটনা স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে। পুলিশকর্মীর জয়ন্ত বাবুর এইরকম ভূমিকায় এলাকার সাধারণ মানুষ খুব আনন্দিত এবং কৃতজ্ঞ।

হোলসেল জুতোর দোকান মুন্না ফুট ওয়ার এর মালিক, মোঃ লিয়াকাত আলী জানান, দোকানের কর্মচারী হঠাৎ করে দেখে দোতলা থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। সেই দেখে হইচই হয় এবং আশেপাশের লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। হঠাৎ করে কি কারণে আগুন লাগল তা তিনি বুঝতে পারছেন না। তিনি আরো জানান, প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

নবীনতর পূর্বতন