দীর্ঘ অপেক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হল "জয়দেব সেতু"

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের তত্ত্বাবধানে অজয় নদের উপর তৈরি হল ৩ কিলোমিটার স্থায়ী সেতু। বীরভূম ও পশ্চিম বর্ধমানের কমবেশি ৪০ থেকে ৫০ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।সেতুটির নাম "জয়দেব সেতু" নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ওপারে পশ্চিম বর্ধমান জেলার শিবপুর, এপারে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী। মাঝ দিয়ে বয়ে গেছে অজয় নদ। দুই পাড়ের মানুষের যাতায়াত পথ বলতে অজয়ের অস্থায়ী ফেরিঘাট। বর্ষাকালে অজয় নদের জল ফুলেফেঁপে উঠতো। এবং জলের তলায় চলে যেত অস্থায়ী ফেরিঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হতো লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়তো।

সেই অজয় নদের উপর ১৩৮ কোটি টাকা খরচ করে দীর্ঘ ৩ কিলোমিটার সেতু নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী গত ২৮,২৯ জুলাই বীরভূম জেলা সফরে আসেন, এবং ২৯ শে জুলাই ইলামবাজার থেকে সেতুর নামকরণ ও ভার্চুয়ালের মধ্য দিয়ে উদ্বোধন করেন। এবং সেতুটির নাম দেওয়া হয় "জয়দেব সেতু।" 

খুব স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। বিশেষ করে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষজন। অতি সহজেই বীরভূম থেকে দুর্গাপুর কম সময়ে পৌঁছে যেতে পারবে সকলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ।।


নবীনতর পূর্বতন