বাঁকুড়া বেলিয়াতোড় থানার আয়েজনে জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবির।"


 মহম্মদ শাহজাহান আনসারী,(বাঁকুড়া খবর7দিন প্লাস):-বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার উদ্যোগে এবং জেলা পুলিশের 'উৎসর্গ' প্রকল্পের আওতায় আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির।এই শিবিরে মহিলা সহ প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। পুলিশ ও সিভিক কর্মীরাও এই মহৎ কর্মসূচিতে অংশ নিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দেন।উল্লেখযোগ্য বিষয়, এই রক্তদান শিবিরে অংশগ্রহণকারী কিছু মহিলা জীবনের প্রথমবারের মতো রক্তদান করে নিজেদের অভিজ্ঞতায় আপ্লুত হন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। 

তিনি জানান,জেলা পুলিশের 'উৎসর্গ' প্রকল্প জেলার বিভিন্ন প্রান্তে নিয়মিত আয়োজিত হচ্ছে। এর মাধ্যমে সরকারি ব্লাড ব্যাংকগুলিকে কিছুটা হলেও সহায়তা করা সম্ভব হচ্ছে।”সেই সঙ্গে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন—রাস্তা ঘাটে শরীরে রক্ত দুর্ঘটনার মাধ্যমে দান না করে শিবিরে নিজের রক্ত অপরের জন্য দান করুন!  আর- “বাইক চালানোর সময় হেলমেট পরুন, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন। সাবধানে চলাফেরা করলেই দুর্ঘটনা রোধ সম্ভব।”সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের পাশে থাকার এই প্রয়াস নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।



নবীনতর পূর্বতন