নিজস্ব সংবাদদাতা,পানাগড়,(খবর7দিন প্লাস):- ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পানাগড় ডিসপোজাল মোটর পার্ট স্ক্র্যাপ ডিলার ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় পতাকায় মোরা একটি ট্রেলারে করে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে। শোভাযাত্রাটি রাইস মিল রোড থেকে শুরু হয়ে দার্জিলিং মোড় পর্যন্ত পৌঁছাই এবং পরে রণডিহা মোরে এসে শেষ হয়।জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা শোভাযাত্রার আবহকে আরও উজ্জ্বল করে তোলে।
বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উৎসাহের সঙ্গে এই শোভাযাত্রায় অংশ নেন এবং দেশপ্রেমের এই উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়,পানাগড় ডিসপোজাল মোটর পার্ট স্ক্র্যাপ ডিলার ওয়েলফেয়ার এসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসে এই শোভাযাত্রা । আগামী দিনে তাদের আরও বড় আকারে স্বাধীনতা দিবস উদযাপন করার পরিকল্পনা রয়েছে।