এবার জম্মু কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত অন্তত ১৭

 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি(খবর7দিন প্লাস):- এবার ভারত শাসিত জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুযোগ চাসোটিতে। অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে মেঘভাঙা বৃষ্টির জেরে বলে জানাগেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশংংকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। উল্লেখ্য, মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। সেখানে মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে।দুটি তবু জলের তোরে ভেসে গেছে বলে জানাগেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কিশুওয়ারের ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন। স্থানীয় বিধায়কের সঙ্গে ও কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চাসোটি এলাকায় বিরাট মেঘভাঙা বৃষ্টি হয়েছে, তার জেরে ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও করা হয়েছে।, 

নবীনতর পূর্বতন