সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):- পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামের বাসিন্দা অনুপ দাস প্রায় দশ বছর ধরে কিডনিজনিত সমস্যায় ডায়ালাইসিস চালিয়ে যাচ্ছিল, নিজ খরচায়। বাড়িতে রোজকারি বলতে কেউ নেই, নেই কোন সন্তান। আর্থিক অনটনে দিন চলতে থাকাই ধীরে ধীরে অবসাদ গ্রাস করে অনুপকে। তাই অনুপ বেছে নেয় আত্মহত্যার পথ। গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় তার স্ত্রী মা দেখে ফেলায় এই যাত্রায় প্রাণে বেঁচে যান। গ্রামবাসীরা এই বিষয়ে স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে খবর দেন। মাননীয় বিধায়ক তড়িঘড়ি তার বাড়িতে ছুটে আসেন এবং ডায়ালিসিসের ব্যবস্থা করেন। এবং মাননীয় বিধায়কের দায়িত্ব নেন তার চিকিৎসার যাবতীয় খরচ খরচা তিনি বহন করবেন। তার স্ত্রী নিবেদিতা দাস বলেন, আমার স্বামী কে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন আমাদের নরেন দা। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এমতাবস্থায় আমাদের কিছু করার ছিল না। আমাদের কাছে তিনি ভগবান।অন্যদিকে বিধায়ক বলেন, এটা আমার কর্তব্য। আরো আগে জানালে আমি ব্যবস্থা নিতাম।