মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-পাড়ার সমস্যা সমাধান করতে আয়োজন করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির। কিন্তু সেই শিবিরই হয়ে উঠল স্কুলের পঠন পাঠনের অন্যতম সমস্যার কারন । বাঁকুড়ার চাকা নির্মলানন্দ হাইস্কুলের ক্লাসরুম দখল করে যেভাবে দিনভর মাইক বাজিয়ে চললো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির তাতে কার্যত লাটে উঠল স্কুলের পঠন পাঠন। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ এলাকার অভিভাবকেরা। যাকে ঘিরে চললো রাজনৈতিক তরজাও।
বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাইস্কুলে এদিন স্থানাইয় ১০৭, ১১৪ ও ১১২ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন। স্কুলকে আগাম জানিয়ে স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম দখল করে শুরু হয় শিবির। শিবিরে কাতারে কাতারে এলাকার মানুষের আনাগোনা যেমন ছিল তেমনই সেখানে শিবির উপলক্ষে বাজানো হচ্ছিল মাইক ও ধামসা মাদল। কার্যত উৎসবের মেজাজে যখন এই শিবির চলছে তখন সেই স্কুলেই ক্লাসরুমে নিতান্ত বাধ্য হয়ে কোনোমতে ক্লাস করাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা। ফলে মার খায় পঠন পাঠন। স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে।
অভিভাবকদের দাবি এভাবে স্কুলের পঠন পাঠন ব্যহত না করে কোনো ছুটির দিনে অথবা অন্যত্র কোথাও অনায়াসেই এই শিবিরের আয়োজন করা যেত। শিবিরের জন্য স্কুলের পঠন পাঠন ব্যপকভাবে ব্যহত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষকও। আর স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনাকে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা বলে দাবি করেছে বিজেপি। বিজেপির অভিযোগ শাসক দলের মদতে শিক্ষাকে এভাবে জলাঞ্জলি দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করে মানুষকে কাজ দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃনমূলের দাবি শিবিরের জন্য স্কুলের পঠন পাঠনে কোনো বিঘ্ন ঘটেনি। বিরোধীরা অহেতুম মিথ্যা অভিযোগ তুলে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।