সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):- পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। জেলার প্রত্যেকটা থানা এলাকায় হচ্ছে ছোট থেকে বড় নানান সামাজিক অনুষ্ঠান। প্রত্যেকটা থানা এলাকায় একই চিত্র।রাণীগঞ্জ থানার অন্তর্গত নিমচা পুলিশ ফাড়ির উদ্যোগে এই দিন পুলিশ দিবস উপলক্ষে আয়োজন করা হয় তিরাট গ্রাম পঞ্চায়েত হাড়াভাঙ্গা, হরণপুর আদিবাসী অধ্যুষিত এলাকায় তীরন্দাজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বেশ কয়েকটি আদিবাসী গ্রামের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পুরুষ এবং মহিলা । অনুষ্ঠানে সকল আদিবাসী বৃন্দকে দেখা যায় তাদের ঐতিহ্যবাহী বস্ত্র পাঞচি, ধুতি পরে, তির নিক্ষেপ থেকে শুরু করে তালে তাল মিলিয়ে ধামসা, মাদল নিয়ে নাচ গান করতে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তীরন্দাজ প্রতিযোগিতার জয়ী এবং বিজয়ী উভয় দের কে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অধিকারীক বিকাশ দত্ত, তিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষ চ্যাটার্জী, নিমচা ফাড়ির আধিকারিক বুদ্ধদেব গায়েন , তিরাট গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু হাসদা, রানীগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি বিনোদ নুনিয়া সহ অন্যান্যরা। রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত জানান ,মাননীয় মুখ্যমন্ত্রী ১লা সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন। পুলিশ চাই মানুষের সাথে মিশতে মানুষের সমস্যার সমাধান করতে মানুষের পাশে থাকতে। এ দিকে হাড়াভাঙ্গা আদিবাসী গ্রামের বাসিন্দা গোবিন্দ চড়ে জানান, রানীগঞ্জ থানা নিমচা পুলিশ ফাঁড়ির উদ্যোগে পুলিশ দিবস উপলক্ষে আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের ঐতিহ্যবাহী অস্ত্র তীর , ধনুক অর্থাৎ তীরন্দাজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আমরা এলাকাবাসী খুব নিজেকে গর্বিত মনে করছি । পরবর্তী সময়ে চাইবো নিমচা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আরো নানা রকম আদিবাসী সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হোক। অন্যদিকে তিরাট গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু হাঁসদা জানান, পুলিশ দিবস কি? আদিবাসী এলাকায় অনেকেই জানেন না তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ দিবস সম্বন্ধে এলাকাবাসীকে জানানো হয় এবং নেশা জাতীয় সামগ্রিক থেকে সচেতন করা হয়। তীরন্দাজ প্রতিযোগিতার জয়ী এবং বিজয়ী দেরকে পুরস্কৃত করা হয় আমরা নিজেকে গর্বিত বলে মনে করছি আদিবাসী অধ্যুষিত এলাকায় এমন উদ্যোগ নেওয়ার জন্য।
রানীগঞ্জ থানা, নিমচা পুলিশ ফাঁড়ির উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকায় পালিত হল পুলিশ দিবস*
byKhabar7din Plus
-