ক্যান্সার রোগে আক্রান্ত ১৮বছর বয়সী দেবদূত মন্ডলের পাশে থাকার আর্জি

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলের প্রত্যন্ত  টিকরবেতা গ্রামের এক ১৮ বছর বয়সী ছেলে দেবদূত মণ্ডল, পিতা দেশবন্ধু মন্ডল লান্স  ক্যান্সারে আক্রান্ত বিগত তিন বছর ধরে। পরিবারের এই তিন বছর ধরে চিকিৎসা করানোর জন্য চার বিঘা জমি, একটা টোটো এমনকি বাড়ির সমস্ত কিছু জিনিসপত্র বিক্রি করতে হয়। যে বয়সে ছেলের মাঠে মাঠে খেলার সময় এবং তার পাশে স্কুল জীবন থাকে কিন্তু সবকিছু কে পাশে ফেলে দিয়ে শারীরিক অসুস্থতার কাছে হার মানতে হয়। বিগত দেড় মাস ধরে পারিবারিক আর্থিক অনটনের জন্য চিকিৎসা না হওয়ায় শারীরিক অসুস্থতা আরো অবনতি হয়। পরিবার সূত্রে খবর বিগত তিন বছর ধরে এই কঠিন রোগ লাঞ্চ ক্যান্সার আক্রান্ত হয় দেবদূত মন্ডল। তিন বছর ধরে এই কঠিন রোগের চিকিৎসা করানোর জন্য পারিবারে নেমে আছে আর্থিক অনটন। কিন্তু ছেলেকে সুস্থ করতে তবুও হাল ছাড়েনি তার মা ,বাবা ও বাড়ির লোকজন।আছে শুধু সম্বল ভিটে বাড়ি টুকুই। এখন শুধু ঈশ্বরের আশীর্বাদ ও সাধারণ মানুষদের সাহায্য ও সহযোগিতা দিকে তাকিয়ে আছে গোটা পরিবার।

 তাই আজ কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আজিজুল হক এবং প্রতিনিধি টিম দেবদূত মণ্ডল এর বাড়িতে যায় এবং তার বাবার হাতে কিছু খাদ্য সামগ্রী ও একটি পাঁচ হাজার টাকার চেক হাতে তুলে দেয়।।


নবীনতর পূর্বতন