কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হলো শনিবার বিকালে। এদিন কাঁকসা হাসপাতাল মোড় আন্ডার পাশে কাঁকসা ট্রাফিক গার্ডের আধিকারিকেরা এলাকার মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন। পাশাপাশি প্রায় ১০০ জনকে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানিয়েছেন তাদের উদ্দেশ্য একটাই রাস্তায় বেরোলেই সেফ ড্রাইভ সেভ লাইফ এর নিয়ম পালন করুন এবং দুর্ঘটনায়  সুরক্ষিত রাখতে হেলমেট ব্যবহার করুন । 

শুধু কাঁকসার পানাগড়ে নয় কাঁকসা থানার বিভিন্ন জায়গায় মুচিপাড়া মোড় মলানদিঘি ১১ মাইল ও তিলোকচন্দ্রপুরে কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ হাটি , কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান, এ.এস.আই অরবিন্দ গোস্বামী সহ ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা ।

নবীনতর পূর্বতন