বিজেপি পরিচালিত পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়ে ডেপুটেশন দিতে পারল না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা।


নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- বিজেপি পরিচালিত পঞ্চায়েতে চার দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে ডেপুটেশন দিতে পারল না তৃণমূল কংগ্রেস , পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের , আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি তৃণমূল কংগ্রেসের , পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির । 

বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে চার দফা দাবি নিয়ে প্রতিবাদসভা ও গণ ডেপুটেশনের আয়োজন করেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এদিন একটি মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হন এবং সেখানেই তাদের দাবি দাওয়া সম্বলিত মাইকের মাধ্যমে বক্তব্য রাখেন । যদিও পঞ্চায়েত প্রধান উপস্থিত না থাকায় পঞ্চায়েতে তাদের দাবি দাওয়া সম্বলিত কোন স্মারকলিপি জামাই করতে পারলেন না তৃণমূলের নেতৃত্বরা । উল্লেখ্য এই মানিকবাজার পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর টাকা নয় ছযের অভিযোগ উঠেছিল গত কয়েক বছর আগে । এই নিয়ে এলাকায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক তছরূপ নিয়ে দীর্ঘদিন তদন্ত চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি । তৃণমূল কংগ্রেসের চার দফা দাবির মধ্যে অন্যতম স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক তছরূপের ঘটনার দ্রুত সমাধান করা হোক । এছাড়াও দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে , আবাস যোজনার টাকা দিতে হবে , বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্তা বন্ধ করতে হবে । এই চারটি দাবিদাওয়া নিযে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ডেপুটেশনে উপস্থিত হয়েছিলেন । সরস্বতী রায় প্রীতম বাউরী অঞ্জনার ওইদাস নামের ডেপুটেশন দিতে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান , আমরা লোন না নেওয়া সত্বেও আমাদের মাথার ওপর লোন চাপিয়ে দেওয়া হয়েছে । আমরা এই লোন শোধ করতে পারবো না । ঋণের খাতা থেকে আমাদের নাম আর মুছে দেওযা হোক । 

সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামাচরণ গড়াই বলেন , স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে তাদের এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো ।

আর এই নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি । সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন , স্বনির্ভর গোষ্ঠীর টাকা যে তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে ডেপুটেশন দিতে এসেছে । মানিক বাজার পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে তাই মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে । 

নবীনতর পূর্বতন