শুভেন্দু লায়েক,বাঁকুড়া,(খবর7দিন প্লাস):-বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে পশ্চিমবঙ্গ শ্রম দফতরের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণ শিবির। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দুর্লভপুরে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিক রয়েছেন। মূলত তাঁদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের আধিকারিকরা, পরিবহন সংস্থা DTOA-র সভাপতি গৌতম মিশ্র, গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল, সহ-সভাপতি নিমাই মাজী, সমাজসেবী রথীন ব্যানার্জি, প্রদীপ চক্রবর্তী, জীতেন গরাই সহ আরও অনেকে।
সরকারি সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা যোজনা, অবসরকালীন ভাতা বা পেনশন, মৃত্যুকালীন আর্থিক সহায়তা, শারীরিক অক্ষমতা জনিত আর্থিক সহায়তা প্রভৃতি সুবিধা নিবন্ধিত পরিবহন শ্রমিকরা এই প্রকল্পের মাধ্যমে পাবেন।
এদিনের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয়। ফলে এলাকায় কর্মরত বহু পরিবহন শ্রমিকের কাছে এই শিবির আশার আলো জাগিয়েছে।


