ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে অন্তত ৫২৫ জন দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়!!*

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- উৎসব মানে তো আনন্দ। আর শারদীয়া উৎসবে আনন্দের অপেক্ষায় বছরভর বসে থাকেন বাঙালি।বিগত কয়েক বছর ধরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে করা হয় বলে সূত্রে জানা যায়।উপস্থিত বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়,বীরভূম জেলা প্রফেশনাল ডিএসপি আকাশদ্বীপ Gahlot , ইলামবাজার থানার ওসি দেবাশীষ পন্ডিত, জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র সুকুল,জয়দেব কেদুলি গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস বিশিষ্ট সমাজসেবী আজিজুল হক সহ অগণিত সাধারণ মানুষ। 

এদিন অন্তত ৫২৫ জন দুস্থ মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আসন্ন শারদীয়ার জেলার দুর্গাপুজোর প্রত্যেক প্যান্ডেলে রয়েছে সিসিটিভি ক্যামেরা ও প্রশাসনের করা নজরদারি। অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন থাকবে প্রশাসন।এই উৎসবে সমাজের সকলের আনন্দদানের লক্ষে বীরভূমের ইলামবাজার থানা ও জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে শারদীয়ার প্রাক্কালে  প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বস্ত্র তুলে দেওয়া হয় দুস্থ মানুষদের হাতে। জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি উদ্যোগ নেওয়া হয় বলেই এমনটি জানা যায়। এমনোও সুচিন্তামূলক কর্মকান্ডকে ও  প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। সহায় সম্বলহীন অসহায় মায়েরা এই বস্ত্র পেয়ে খুশি ব্যক্ত করেন।।




নবীনতর পূর্বতন