নিজস্ব সংবাদদাতা,মালদা,খবর7দিন প্লাস:- টিফিনের টাকা বাঁচিয়ে সমাজসেবার দৃষ্টান্ত স্থাপন করল মালদার আইহো উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিদ্যালয়ের ফটকের সামনে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ অনুষ্ঠান।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে গড়ে ওঠা “ইন্টার্যাক্ট ক্লাব অফ সিল্ক সিটি মালদা”–র পক্ষ থেকে এদিন স্কুল হোস্টেলে থাকা ২০ জন দুস্থ ছাত্রকে নতুন জামা-প্যান্ট তুলে দেওয়া হয়। উৎসবের মরশুমে দুর্গাপূজার আগে এই উদ্যোগে মুখে হাসি ফুটল হোস্টেলবাসী ছাত্রদের।
ছাত্রছাত্রীদের এই সমাজসেবামূলক কাজে সহযোগিতা করেন বিদ্যালয়ের তিনজন শিক্ষক এবং রোটারি ক্লাব সিল্ক সিটি মালদা। জানা গেছে, গত কয়েক বছর ধরেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সমাজকল্যাণমূলক কাজের জন্য ব্যবহার করছে।বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার এই উদ্যোগ নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন ও মানবিক করে তুলবে।



