নিজস্ব সংবাদদাতা,কাঁকসা,(খবর7দিন প্লাস):-প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামে কাঁকসার দোমরা রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। এবছর মাজুরিয়া গ্রামের সাড়ে ছয় বছরের অনিন্দিতা মুখার্জিকে কুমারী মা হিসেবে পুজো করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেলুর মঠে গিয়ে কুমারী পূজা দেখার সামর্থ কিংবা সময় অনেকেরই থাকে না। আবার সেখানকার ভিড়ের কারণে পূজাটি সঠিকভাবে দেখার সুযোগও মেলে না। তাই প্রতিবছর বহু মানুষ কাঁকসায় এই বিশেষ পূজা দেখার জন্য ভিড় জমান। প্রায় ৫০ বছর ধরে দোমরা রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজোর আয়োজন হয়ে আসছে। পুজোর শেষে আশ্রমের পক্ষ থেকে ভোগ বিতরণের ব্যবস্থাও করা হয়।
অনিন্দিতার মা পায়েল মুখার্জি জানান, হঠাৎ করেই তাঁকে এই পূজোর বিষয়ে জানানো হয়। তড়িঘড়ি সমস্ত আয়োজন করা হয়। “প্রথমবার এমন অনুভূতি, নিজের মেয়েকে দেবী রূপে দেখা। মেয়েও সকাল থেকে ভীষণ উৎসাহিত ছিল, নিজে থেকেই প্রস্তুত হয় এবং আনন্দের সঙ্গে পূজোয় বসে।” তিনি আরও জানান, সবই বেলুর মঠের নিয়ম মেনেই সম্পন্ন হয়। ভক্তদের মতে, এই পূজা কেবল ধর্মীয় আচার নয়, এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি এনে দেয় সকলের মনে।


