কাঁকসায় রেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-শনিবার সকালে কাঁকসার রেল কলোনি এলাকায় ঝুলন্ত অবস্থায় এক রেল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম উত্তম কুমার (৫১)। তিনি ভারতীয় রেলে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বাড়িতে পারিবারিক অশান্তি চলছিল। এর জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার সকালে ঘরের ভিতরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গেই প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও গোটা ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।।

নবীনতর পূর্বতন