মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-গতকাল রাতভর টানা বৃষ্টিতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক মাটির বাড়ি। একদিকে উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের যাদবনগর, অন্যদিকে ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের দিগপাড়—দুই অঞ্চলের ছবিই একই রকম ভয়াবহ।
যাদবনগর গ্রামে ভেঙে পড়েছে একটি বসতবাড়ি। বাড়ির লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও, বাঁচানো যায়নি পরিবারের দুটি গৃহপালিত ছাগলকে। অন্যদিকে দিগপাড় গ্রামে ভেঙে পড়ে একটি পরিত্যক্ত মাটির বাড়ি। তার ধাক্কায় পাশের দুটি গোয়ালবাড়িও ভেঙে পড়ে। মোট তিনটি বাড়ি ভেঙে পড়লেও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাস্তার উপর ভেঙে পড়া মাটির দেওয়াল ও টিনের চালের কারণে বন্ধ হয়ে যায় যাতায়াত। আকস্মিক এই বিপর্যয়ের জন্য দুষছে গ্রামবাসীরা প্রাকৃতিক দুর্যোগকেই।
বর্তমানে বঙ্গে চলছে টানা বৃষ্টি। লাগাতার বর্ষণে নড়বড়ে হয়ে পড়ছে মাটির বাড়িগুলি। ব্লক প্রশাসন ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। দুর্বল মাটির বাড়িতে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। আশ্রয় দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।এদিকে ঘটনাস্থলে ছুটে যান উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও নেতৃত্ববৃন্দরা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তাঁরা।




