শুক্লা চতুর্দশীতে মায়ের আবির্ভাব তিথি উদ্‌যাপন — লক্ষীরূপে পুজিত মা তারা, উপোসে তারাপীঠবাসী

নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):- আজ শুক্লা চতুর্দশী, মা তারার আবির্ভাব তিথি। ভোর চারটের সময় ঐতিহ্য মেনে গর্ভগৃহ থেকে মা তারাকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হয়। আজকের এই বিশেষ তিথিতে মা তারা অন্য কোনও ভোগ গ্রহণ করেন না, তাই তারাপীঠের বাসিন্দারাও সারাদিন উপোস পালন করেন।এই দিনটিকে বিশেষ তাৎপর্যময় করে তোলে আরও একটি বিশ্বাস — আজ মা তারা স্বয়ং দেবী লক্ষীরূপে পুজিত হন। যেহেতু তারাপীঠে মা তারার কোনো পৃথক দেবীমূর্তি নেই, তাই এই দিনে তাঁকেই দেবী লক্ষী রূপে আরাধনা করা হয়।

সন্ধ্যা আরতির পর মা তারাকে পুনরায় মূল গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় এবং তারপর পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় প্রধান দরজা। মায়ের আবির্ভাব তিথিতে দর্শনের উদ্দেশ্যে হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে তারাপীঠের চত্বর।ভক্তদের বিশ্বাস, এই শুভ তিথিতে মায়ের দর্শন পেলে মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সেই আশায় আজ ভিড় জমেছে দূরদূরান্ত থেকে আসা পুন্যার্থীদের।


নবীনতর পূর্বতন