নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদের বোতল বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা।
সূত্রে জানা গেছে, কাঁকসার সিলামপুরের কাটাবাগান ও ঘোষপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে দেশি মদ বিক্রির কারবার চলছিল। অভিযোগ, গ্রামে সহজলভ্য মদের কারণে কম বয়সী যুবক থেকে শুরু করে ঘরের পুরুষ সদস্যরা আসক্ত হয়ে পড়ছে মদের নেশায়। এর ফলে এলাকায় নিত্যদিনই বাড়ছে অশান্তি ও পারিবারিক কলহ।
অভিযোগ পেয়ে কাঁকসা থানার পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। তাদের দেখানো মতে কাটাবাগান এলাকার একাধিক বাড়ির ভেতর ও আশপাশের জঙ্গল থেকে বিপুল পরিমাণ দেশি মদের বোতল উদ্ধার হয়। পরে ঘোষপাড়া এলাকায় ঢুকে একটি গোলদারী দোকান থেকেও উদ্ধার হয় প্রচুর মদের বোতল।
অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় মহিলারা জানিয়েছেন, “এভাবে যদি নিয়মিত পুলিশ ও আবগারি দপ্তর অভিযানে নামে, তাহলে এই বেআইনি মদ বিক্রি বন্ধ হবে, আর ঘরে ঘরে শান্তি ফিরবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বেআইনি মদ বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।




