নিজস্ব সংবাদদাতা, কাঁকসা(খবর7দিন প্লাস):- মানবিক উদাহরণ গড়ল কাঁকসা থানার পুলিশ। গত দু’দিন আগে কাঁকসা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর সন্দেহ হলে তারা কাঁকসা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর তাকে কাঁকসা থানায় নিরাপদে রাখা হয়।
এরপর পুলিশ আশেপাশের বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করে মহিলার পরিচয় ও বাড়ির সন্ধান শুরু করে। অবশেষে মহিলার কাছে থাকা ব্যাগ খতিয়ে দেখে বহু প্রচেষ্টার পর তার পরিচয় জানা যায়। জানা যায়, তিনি কলকাতার বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।
ঘটনার খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। তাদের উদ্যোগে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কাঁকসা থানায় এসে হাজির হন। এরপর কাঁকসা থানার পুলিশ মানবিকতার নিদর্শন হিসেবে উদ্ধার হওয়া ওই মহিলাকে পরিবারের হাতে তুলে দেন।পুলিশের এই তৎপরতা ও মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।


