রামপুরহাটে আদিবাসী কন্যার ধর্ষণ ও খুনের প্রতিবাদে জনজোয়ার — ফাঁসির দাবিতে উত্তাল শহর

নিজস্ব সংবাদদাতা,রামপুরহাট(খবর7দিন ক্লাস):-বীরভূমের রামপুরহাট আবারও ফুঁসে উঠল ন্যায়বিচারের দাবিতে। বারোমেশিয়া গ্রামের স্কুলপড়ুয়া আদিবাসী নাবালিকার ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার প্রতিবাদে আজ রামপুরহাট শহর সাক্ষী থাকল এক অভূতপূর্ব জনসমুদ্রের।

আদিবাসী সংগঠন ‘কুইডিমিরু জাস্টিস কমিটি’-র আহ্বানে রামপুরহাট কলেজ মাঠ থেকে শুরু হয় এক বিশাল মহামিছিল। শহরের প্রধান প্রধান রাস্তায় ঢলে পড়ে হাজার হাজার মানুষ— হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে একটাই দাবি, “দোষীর ফাঁসি চাই!”

মিছিলের লম্বা সারি যেন এক অনন্ত মানবজোয়ার— এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যাচ্ছিল না। শহর জুড়ে ধ্বনিত হচ্ছিল ন্যায়বিচারের স্লোগান। মিছিলটি শেষ হয় রামপুরহাটের পাঁচমাথা মোড়ে, যেখানে অনুষ্ঠিত হয় এক পথসভা।

সভামঞ্চ থেকে আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ একস্বরেই দাবি জানান, “যে নৃশংসভাবে এক স্কুল শিক্ষক নাবালিকা ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে, তার দ্রুত বিচার ও কঠোরতম— এমনকি ফাঁসির সাজা— নিশ্চিত করতে হবে।”তাঁদের বক্তব্য, সমাজে নারী ও নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিই হোক নতুন বার্তা।

এদিনের মহামিছিল ঘিরে রামপুরহাট শহরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। তবে জনতার আবেগ, বেদনা ও ক্ষোভের ঢেউ যে প্রশাসনিক ব্যূহকেও ছাপিয়ে গিয়েছিল তা বলাই বাহুল্য।


নবীনতর পূর্বতন