দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ! চাঞ্চল্য শোভাপুরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি বিরোধীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,(খবর7দিন প্লাস):-ফের রাজ্যে মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শহরের শোভাপুর এলাকায় শুক্রবার রাতে। নির্যাতিতা দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।ওডিশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী কলেজের হস্টেলে থাকতেন। সূত্রের খবর, শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ সহপাঠী এক ছাত্রের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, কলেজ চত্বর সংলগ্ন একটি নির্জন জঙ্গলে একদল যুবক তাঁদের পথ আটকায় এবং তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।পরে সহপাঠী ছাত্রই নির্যাতিতাকে উদ্ধার করে কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে।খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সদস্যরাও দুর্গাপুরে এসে পৌঁছেছেন। পরিবারের অভিযোগ, যাঁর সঙ্গে তরুণী বাইরে গিয়েছিলেন, তাঁর ভূমিকাও সন্দেহজনক। তাঁদের দাবি, ঘটনার সময় ওই ছাত্র প্রতিরোধ না করে পালিয়ে যান।নির্যাতিতার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেয়েকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম, কিন্তু এমন ভয়াবহ ঘটনার মুখে পড়তে হবে ভাবিনি। এখন আর এখানে মেয়েকে রাখা সম্ভব নয়।”ঘটনার পর প্রশ্ন উঠেছে কলেজ ও হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। 

পরিবার ও ছাত্রছাত্রীদের দাবি, ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। অন্যদিকে, ঘটনাস্থলে সিপিএম সমর্থকরা প্রবেশ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। দুর্গাপুরের এই ঘটনায় ফের সেই দুঃসহ স্মৃতি উসকে উঠেছে রাজ্যে।


নবীনতর পূর্বতন