জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাস দমনের অভিযানে গিয়ে শহীদ হলেন বীরভূমের রাজনগর থানার কুন্ডিরা গ্রামের প্যারা কমান্ডো সুজয় ঘোষ (২৮)। গত সপ্তাহে অভিযানে যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। শুক্রবার সকালে বরফে ঢাকা পাহাড় থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
২০১৮ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সুজয় ঘোষ। মৃত্যুর আগে দাদাকে ফোনে জানিয়েছিলেন—সন্ত্রাস দমনের অভিযানে যাচ্ছেন, কয়েকদিন যোগাযোগ থাকবে না। সেটিই ছিল তাঁর শেষ কথা।
সুজয়ের দাদা মৃত্যুঞ্জয় ঘোষ জানান, “শুক্রবার সকাল ১১টা ৩০ নাগাদ ফোনে জানতে পারি ভাই ICU-তে ভর্তি। পরে ১টা ৩০ নাগাদ অফিস থেকে খবর আসে—সুজয় আর নেই।” এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তিনি সন্ত্রাসীদের গুলিতে নাকি তুষারঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ে শহীদ হয়েছেন।
আজ বিকেল ৫টা নাগাদ কফিনবন্দী অবস্থায় গ্রামের বুকে ফিরে আসে শহীদের দেহ। শেষ শ্রদ্ধা জানাতে আশপাশের গ্রাম থেকে ভিড় জমে কুন্ডিরায়। কান্নায় ভেঙে পড়ে পরিবার ও গ্রামবাসী। সমগ্র রাজনগর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শহীদ সুজয় ঘোষের প্রতি জানাই অন্তরের শ্রদ্ধা।



