জঙ্গলে ঝুলন্ত দেহে চাঞ্চল্য! রহস্য ঘনাচ্ছে কাঁকসার দু’নম্বর কলোনিতে

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
রহস্যে ঘেরা এক ঘটনার সাক্ষী রইল কাঁকসার দু’নম্বর কলোনি এলাকা। রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ জঙ্গলের মধ্যে গাছের ডাল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দারা প্রথমে যুবকটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, মৃত যুবক স্থানীয় কেউ নন — সম্ভবত বাইরে থেকে এসে জঙ্গলের মধ্যে আত্মহত্যা করেছেন। তবে, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে কোনো রহস্যজনক মৃত্যুর ছাপ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।


নবীনতর পূর্বতন