রহস্যঘেরা মৃত্যু! রাতের অন্ধকারে গাছের ধাক্কা — রাস্তার ধারে টোটো চালকের নিথর দেহে চাঞ্চল্য কোতুলপুরে

মোহাম্মদ শাহজাহান আনসারী,কোতুলপুর,বাঁকুড়া,(খবর7দিন প্লাস):-
ভোরের আলো ফোটার আগেই চাঞ্চল্য কোতুলপুরে! সোমবার সকালে রামচক মোড় সংলগ্ন রাস্তায় এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে হতবাক স্থানীয়রা। মৃতের নাম মহাদেব চক্রবর্তী (৩৮)। পেশায় তিনি টোটো চালক। বাড়ি কোতুলপুরের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেই বাইক নিয়ে বেরিয়েছিলেন মহাদেববাবু। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। অনুমান, রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে তাঁর বাইক। তাতেই গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সোমবার সকালে পথচলতি মানুষরা দেহটি পড়ে থাকতে দেখে তড়িঘড়ি খবর দেয় কোতুলপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। দুর্ঘটনা না অন্য কিছু — তা নিয়ে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।


নবীনতর পূর্বতন