বোলপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রবীণ ব্যক্তি গ্রেপ্তার, চাঞ্চল্য সিয়ান সুখবাজারে

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):– ফের নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বোলপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোলপুরের সিয়ান সুখবাজার আদিবাসী পাড়া এলাকায় মাত্র ৯ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে টাকার প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নির্যাতনের অভিযোগ উঠেছে এলাকারই এক প্রবীণ ব্যক্তি নবীন হেমরমের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের পর। অভিযোগ, মাত্র দুই টাকার প্রলোভন দেখিয়ে প্রবীণ ওই ব্যক্তি নাবালিকাকে ডেকে এনে নৃশংস আচরণ করত। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পুলিশে খবর দেন।

অভিযোগের ভিত্তিতে বোলপুর থানার পুলিশ তৎপর হয়ে নবীন হেমরমকে গ্রেপ্তার করে। যদিও পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে এটি পূর্ণ ধর্ষণের ঘটনা নয়, বরং ধর্ষণের চেষ্টা। মঙ্গলবার অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন জঘন্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কাজের সাহস না পায়।

নবীনতর পূর্বতন