নিজস্ব সংবাদদাতা, মহম্মদ শাহজাহান আনসারী,করিশুন্ডা (বাঁকুড়া)(খবর7দিন প্লাস):-বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী পুষ্করিনি গ্রামে বিজেপি সমর্থক এক গৃহবধূর উপর চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল কর্মী তাপস বাগদীর নাম উঠে এসেছে।অভিযোগ অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৫ সালের সন্ধ্যা প্রায় ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে তাপস বাগদী (পিতা বিশ্বনাথ বাগদী) সুযোগ বুঝে গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে জাপটে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।নির্যাতিতা অপর্ণা বাগদী (২৫) বলেন,“আমি আমার পুত্রকে পড়াচ্ছিলাম। পড়ানো শেষ হলে সে পাশের বাড়িতে যায়। তারপর হঠাৎ দরজা ঠেলে ঢুকে তাপস বাগদী আমাকে জাপটে ধরে মুখ চেপে ধরে। আমি বাধা দিলে সে জোর করে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে পাড়ার মানুষ এলে সে পালিয়ে যায়।”অভিযোগ, পরদিন সকালে তাপস বাগদী আরও কয়েকজনকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। তারা হুমকি দেয়,“যদি থানায় জানাও, তাহলে গ্রামছাড়া করব, স্বামীকে মেরে ফেলব।”গৃহবধূর স্বামী সাহেব বাগদী বিজেপি সমর্থক এবং তাঁর কাকা স্থানীয় বিজেপি বুথ সভাপতি। পরিবারের অভিযোগ, অভিযুক্ত তাপস বাগদী তৃণমূলের কর্মী, ফলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশে অভিযোগ করতে বাধা দেওয়া হচ্ছে।বিজেপির জেলা সভাপতি অভিযোগ করেছেন,“তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন বিজেপি সমর্থকদের স্ত্রীদের উপর পর্যন্ত হামলা চালাচ্ছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়।”ইন্দাস থানায় অভিযোগ দায়েরের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে নির্যাতিতা বাঁকুড়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

