দুর্গাপুরের অপরাজিতার বিচার চাই” — ধর্ণা মঞ্চ থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ রাহুল সিনহারের

 

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):-দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রাতে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ঐ ডাক্তারি পড়ুয়া এক সহপাঠীর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরোলে পরাণগঞ্জের জঙ্গলে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে নির্যাতিতার এক সহপাঠীও।

ঘটনা ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে পথে নেমেছে বিরোধী দলগুলো — বিজেপি, সিপিআই(এম) ও এসইউসিআই। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে দুর্গাপুরে বিজেপির পক্ষ থেকে শুরু হয় ‘অপরাজিতার বিচার চাই’ ধর্ণা কর্মসূচি, যার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার সেই মঞ্চে এসে রাহুল সিনহা বলেন,“রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, অথচ তাঁর রাজ্যে মহিলারা নিরাপদ নন। এখন তিনি বলছেন রাত্রে মহিলারা বাইরে না বেরোতে — জানিনা, কিছুদিন পর হয়তো দিনে বেরোনোও নিষিদ্ধ করবেন!”তিনি আরও অভিযোগ করেন,“রাজ্য সরকার ধর্ষণকারীদের মদত দিচ্ছে। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। যদি পুলিশকে নিরপেক্ষভাবে কাজের সুযোগ দেওয়া হয়, এক মাসের মধ্যেই রাজ্য সন্ত্রাসমুক্ত হবে এবং ধর্ষণকারীরা উপযুক্ত শাস্তি পাবে।”এদিনের ধর্ণা মঞ্চে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উত্তাল হয়ে ওঠে দুর্গাপুর। অপরাজিতার জন্য ন্যায়বিচারের দাবিতে ধ্বনিত হয় — “আমরা নীরব নই, বিচার চাই!”


নবীনতর পূর্বতন