মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কর্মীদের সজাগ থাকতে বার্তা দিচ্ছে তৃণমূল। বাঁকুড়া শহর তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কাউন্সিলারদের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তাঁর স্পষ্ট বার্তা “যে কাউন্সিলার নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারবেন না, তিনি আগামী পুরভোটে টিকিট পাবেন না।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি আসনের মধ্যে ৮টিতেই হারের মুখ দেখে তৃণমূল। যদিও লোকসভা ভোটে বাঁকুড়া আসন পুনরুদ্ধার করেছে দল, কিন্তু পুর এলাকার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২২টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। ফলে প্রশ্ন উঠেছে শহরে শাসক দলের সংগঠন কতটা মজবুত!
এই অবস্থায় আগামী বিধানসভা ভোটের আগে মানুষের আস্থা পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। আর সেই লক্ষ্যেই সাংগঠনিকভাবে কাউন্সিলারদের কাঁধে দেওয়া হচ্ছে বাড়তি দায়িত্ব। সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “আজই ঠিক করুন, ভোট করবেন কিনা। ভিড় বাড়াতে আসবেন না, কাজ করতে হবে দলের জন্য।”
শুধু সাংসদই নন, জেলা সভাপতি তারাশঙ্কর রায়ও দলের ভিতরের বিভাজন নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, “দলের কেউ কেউ এ–ওর কানে নেতাদের বিরুদ্ধে কানাভাঙানি দেন, দয়া করে এগুলো বন্ধ করুন। এখন সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তৃণমূলের এই কঠোর অবস্থানকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়কের মন্তব্য, “এই বক্তব্য হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তৃণমূল বুঝে গেছে তাদের ভিত্তি কতটা দুর্বল।”বাঁকুড়ার রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা তৃণমূলের এই কঠোর বার্তা কি সংগঠনকে চাঙ্গা করবে, নাকি আরও ভেতরের অস্থিরতা বাড়াবে?



