নিজস্ব সংবাদদাতা, ছাতনা (খবর 7দিন প্লাস):
গত ১৪ এবং ১৫ তারিখের রাতে ছাতনা থানার অন্তর্গত ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের জুগুনথোল, পেঁচাশিমুল ও বিশকোদর গ্রাম থেকে একের পর এক তিনটি টোটো চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়ির সামনে থেকে টোটো উধাও হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় টোটো চালকদের মধ্যে।
পেঁচাশিমুল গ্রামের বাসিন্দা ও টোটো চালক সমীরন দাস গতকাল ছাতনা থানায় টোটো চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা চুরি করা টোটোগুলিকে হাউসীর জঙ্গলে লুকিয়ে রেখেছিল এবং সেখান থেকে তিনটি টোটো থেকে মোট ১২টি ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে এবং উদ্ধার করে তিনটি টোটোসহ ১২টি ব্যাটারি।
গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হল মনিরুল শেখ (৩০+) ও শেখ শফিউল (৩০+)। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে। এই টোটো চুরি কাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে ছাতনা থানা পুলিশ।


