বিশ্বজিৎ(বাপ্পা),রামপুরহাট,(খবর7দিন প্লাস):-
বীরভূমের রামপুরহাটে ১৩ বছর বয়সী এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে আজ দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন আদিবাসী সমাজের নেতা রবিন সরেন, যিনি দীর্ঘদিন ধরে আদিবাসী স্বার্থে আন্দোলন করে আসছেন।
সকালে রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে মিছিলটি পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে ফাঁসির দাবিতে সরব হন। বক্তাদের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় —“একজন শিক্ষক যদি নিজের ছাত্রীর উপর এমন বর্বরতা চালায়, তবে তার সমাজে কোনো স্থান নেই। আমরা ন্যায়বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই মিছিলে অংশ নেন। পুরো শহরজুড়ে শোক ও ক্ষোভের আবহ ছড়িয়ে পড়ে। বিভিন্ন আদিবাসী সংগঠন, সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে পুরো রামপুরহাট শহরজুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে রবিন সরেন জানান —“আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। অভিযুক্ত শিক্ষকসহ এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির সাজা দিতে হবে।”



