মোহাম্মদ শাহজাহান আনসারীবাঁকুড়া,(খবর7দিন প্লাস):-উৎসবের মরশুমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সকালে বাঁকুড়া রেল স্টেশনে যৌথভাবে এরিয়া ডোমিনেশন অভিযান চালাল জিআরপি (Government Railway Police) ও আরপিএফ (Railway Protection Force)।দীপাবলি ও ছট উপলক্ষে বাড়তি ভিড়ের সম্ভাবনা থাকায় যাত্রী নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
অভিযানের সময় প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ, সার্কুলেটিং এরিয়া, রেললাইন এবং ট্রেনের ভেতর পর্যন্ত তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিল আরপিএফের স্নিফার ডগ ইউনিট এবং খড়্গপুর জিআরপি-র বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড।
আরপিএফ আধিকারিক তপন কুমার রায় জানান
,“দীপাবলি ও ছটের সময় যাত্রীদের ভিড় অনেক বেড়ে যায়। তাই আগাম সতর্কতা হিসেবে এই অভিযান চালানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”
রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের অভিযানে কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তি মেলেনি। তবে উৎসবের দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হবে।



