নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):-রবিবার সন্ধ্যা নামলেই গৃহস্থের ঘরে জ্বলবে একের পর এক ১৪ প্রদীপ। কালীপুজোর রাত মানেই আলোয় মেতে ওঠার উৎসব। এখন অনেকেই টুনি লাইট বা রঙিন এলইডি বাল্বে ঘর সাজালেও, এখনও বহু মানুষ আছেন যারা ঐতিহ্য বজায় রেখে মাটির প্রদীপ জ্বালান। সেই কারণেই পানাগড় বাজারের মৃৎশিল্পীরা এখন নাওয়া-খাওয়ার ফুরসত পাচ্ছেন না—চলছে জোর কদমে প্রদীপ তৈরির কাজ।
স্থানীয় মৃৎশিল্পী রামদেও পণ্ডিত জানিয়েছেন, “ছোটবেলা থেকে এই কাজ করছি। এখনকার প্রজন্ম তেমন আগ্রহ দেখায় না। তবে এবছর মাটির প্রদীপের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। প্রায় পঞ্চাশ হাজার প্রদীপের অর্ডার পেয়েছি।” তিনি আরও জানান, মাটির দাম বেড়ে যাওয়ায় খরচও কিছুটা বেশি হলেও কাজের ব্যস্ততা দেখে খুশি তাঁর পরিবার।
অন্যদিকে, পানাগড় বাজারে এখন নতুন ট্রেন্ড—‘জলে জ্বলা এলইডি প্রদীপ’। মাত্র কুড়ি টাকায় পাওয়া এই আধুনিক প্রদীপে তেল বা সলতের দরকার হয় না; শুধু সামান্য জল ঢাললেই প্রদীপ জ্বলে ওঠে! ফলে এই অভিনব প্রদীপ কিনতে ভিড় জমাচ্ছেন এলাকার ক্রেতারা।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, “এ বছর টুনি লাইট বা সাধারণ এলইডির চেয়ে বেশি চাহিদা রয়েছে এই জলচালিত এলইডি প্রদীপের। না লাগে তেল, না লাগে বিদ্যুৎ—এই সুবিধাতেই মানুষ আকৃষ্ট হচ্ছে।” তাদের আশা, এই নতুন প্রযুক্তির প্রদীপ বিক্রি থেকে ভালো মুনাফা হবে।তবুও, বাজারে যত আধুনিকতা আসুক না কেন—মাটির প্রদীপের আলোর উষ্ণতা ও ঐতিহ্য আজও হারিয়ে যায়নি। অনেকেরই মত, এই আলোই প্রকৃত কালীপুজোর আনন্দকে পূর্ণ করে তোলে।



