সোনামুখীতে পুলিশের হানা, জঙ্গলের আড়াল থেকে ধরা পড়ল জুয়ার আসর! গ্রেফতার পাঁচ, উদ্ধার নগদ টাকা ও বাইক

 

মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-রাত্রির আঁধারে জঙ্গলের আড়ালে চলছিল অবৈধ জুয়া খেলা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয়ে ওঠে সোনামুখী থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে প্রায় ৯টা নাগাদ মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবাটি জঙ্গলে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে চলাকালীন অবস্থায়ই হাতেনাতে ধরা পড়ে পাঁচজন জুয়াড়ি।

তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি মোবাইল ফোন, তিনটি মোটরসাইকেল, বিপুল পরিমাণ নগদ অর্থ, তাসের প্যাকেটসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার মহামান্য বিষ্ণুপুর আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


নবীনতর পূর্বতন